parbattanews

কুতুবদিয়ায় ৩ করোনা শনাক্তে ৪ ব্যাংক‘সহ লকডাউন ৬ ভবন

কুতুবদিয়ায় নমূনা দেয়ার দু‘সপ্তাহ পর ৩ জনের করোনা শনাক্তের জেরে ৪ ব্যাংক‘সহ ৬ ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টায় রিপোর্ট আসার পর সংশ্লিষ্ট ভবনগুলো লকডাউনে নেয়ার কাজ শুরু হয়।

সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখার কর্মকর্তা জসীম উদ্দিন, গ্রামীণ ব্যাংক বড়ঘোপ ও ধূরুংবাজার শাখা কর্মকর্তা আমির হোছাইন ও আলী আহমদের রিপোর্ট পজিটিভ আসে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জসীম উদ্দিন নমূনা দেন গত ৩০ মে। আর গ্রামীণ ব্যাংকের দু‘জন দেন ১ লা জুন। দীর্ঘ দু‘সপ্তাহ পর রিপোর্ট মেলায় বিষয়টি আরো জটিল হয়ে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ওই ৩ ব্যাক্তির রিপোর্ট পজিটিভ হওয়ায় সোনালী ব্যাংক লি: কুতুবদিয়া শাখা ভবন, হাসপতাল গেইটে গ্রামীণ ব্যাংক তাঁরা ভবন, গ্রামীণ ব্যাংক ধুরুং শাখা, সংশ্লিষ্ট ধুরুং বাজার বাংলাদেশ কৃষি ব্যাংক ভবন লকডাউন করা হয়।

এছাড়া ব্যাংকের কর্মকর্তাগনের ২টি বাসভবনও লকডাউন করা হয়েছে। প্রয়োজনে তাদের সংস্পর্শে থাকা প্রতিষ্ঠানও লকডাউনের আওতায় নেয়া হতে পারে এবং সংস্পের্শ থাকা ব্যাক্তিদের নমূনা পরীক্ষার জন্যও নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version