কুতুবদিয়ায় ৩ দশকের ঝুঁকিপুর্ণ ভবনে ভোট কেন্দ্র

fec-image

কুতুবদিয়ায় ইউপি নির্বাচনে ৩ দশকের পুরনো ভবনে ভোট কেন্দ্র থাকায় আতঙ্কিত ভোটাররা। ফলে আসন্ন ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণে কেন্দ্রটি অন্যত্র সরানোর দাবিতে লিগাল নোটিশসহ একাধিক অভিযোগ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্থানীয় শাহজীর পাড়ার মোহাম্মদ কায়ছারের পক্ষে লিগাল নোটিশটি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম। সূত্র জানায়, লেমশীখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভোট গ্রহণে ঠান্ডা চৌকিদার পাড়ায় ব্র্যাক আশ্রায়ন ভবনটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হত। দীর্ঘ ৩০ বছর আগে নির্মিত ভবনটি মারাত্বক ঝুঁকিপুর্ণ এখন। ইতিমধ্যে এধরণের আরও ৪টি ভবন ব্রাক প্রকৌশল বিভাগ ঝুঁকিপুর্ণ ঘোষণা করেছে।

ভবনের বাইরে ঠিক থাকলেও ভিতরের দরজা, জানালা, সিঁড়ির অবস্থা অত্যান্ত নাজুক বলে স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন, আবু তাহের প্রমুখ জানান। ব্র্যাক ভবনটি ঝুঁকিপুর্ণ বিধায় ও প্রাণহানী রোধে জনস্বার্থে ভোট কেন্দ্র শাহজীর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের দাবিতে গত ২২ জুন শাহজীর পাড়ার কামাল উদ্দিন নামের এক ব্যক্তি উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত আবেদন করেন। একই দাবিতে ঝুঁকিপুর্ণ ভবনটি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার না করতে নির্দেশ প্রদানে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছিলেন মো. কায়ছার।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, লেমশীখালী ৮নং ওয়ার্ডের ব্র্যাক আশ্রায়ন ভবনের কেন্দ্রটি কতটুকু ঝুঁকিতে আছে তা তারা পরিদর্শন করবেন। ভোটার, নির্বাচন গ্রহণে কর্মকর্তা, নিরাপত্তার বিষয়ে তারা বিবেচনায় এনে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন