parbattanews

কুতুবদিয়ায় ৪০ মন্ডপে দূর্গাপূজার আয়োজন

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ৪০ টি মন্ডপে পূজা উদযাপনের আয়োজন চলছে। এরমধ্যে ১২ টি মন্ডপে প্রতিমা পূজা এবং ২৮টি মন্ডপে ঘটপূজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।

প্রতিমা পূজার মন্ডপগুলো হচ্ছে বড়ঘোপ বাজার কুতুবদিয়া কেন্দ্রীয় কালি মন্দির, মধ্যম বড়ঘোপ কৈবর্ত্য পাড়া বানেশ্বর কালি মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া সর্বমঙ্গলা কালি মন্দির, দক্ষিণ ধুরুং নাথ পাড়া বিমল নাথের দুর্গা মন্দির, নাথ পাড়া (দক্ষিণ) ভবানী মহাজনের দুর্গা মন্দির, লেমশীখালী সর্বমঙ্গলা দূর্গা মন্দির, আলী আকবর ডেইল জেলে পাড়া রাধাকৃষ্ণ নন্দধাম মন্দির, বড়ঘোপ মগডেইল রাধাগোবিন্দ দূর্গা মন্দির, উত্তর ধুরুং প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বড়গোপ মিয়ারঘোনা মায়ের বাড়ি কালি মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া মায়ের বাড়ি দূর্গা মন্দির এবং একই পাড়ায় শ্রী শ্রী দূর্গা মন্দির।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজীব শীল বলেন, এবার উপজেলায় মোট ৪০ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপনে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিমা পূজার মন্ডপগুলোতে অন্তত: ১১ টিতে স্ব স্ব মন্দিরের উদ্যোগে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে। প্রতিবারের ন্যায় এবারও দুর্গা পূজার উৎসবে স্থানীয় প্রশাসন সহ সরকারি আর্থিক সহায়তা বরাদ্ধ দেয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়নে পূজা উদ্যাপনে শান্তি-শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব পালন হবে বলে মনে করেন তিনি।

থানার অফিসার ইন্চার্জ (ওসি) অং সা থোয়াই বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, আনসার, গ্রামপুলিশ সহ স্থানীয় সংশ্লিস্ট সার্বজনীন শান্তি-শৃঙ্খলা কমিটির সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

Exit mobile version