parbattanews

কুতুবদিয়ায় ৪১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

কক্সবাজারের কুতুবদিয়ায় এবার ৪১ টি মণ্ডপে দুর্গোৎসব পালনে প্রস্তুতি চলছে। উপজেলার ৬ ইউনিয়নে সনাতন হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের এটি নানা আয়োজনে পালিত হবে বলে পুজা উদযাপন কমিটি সূত্র জানিয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা; রাজীব শীল জানান, আসন্ন দুর্গোৎসবে এবার ১৩টি প্রতীমা ও ২৮টি ঘটপুজাসহ মোট ৪১টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। প্রতিমা পুজামন্ডপগুলো হচ্ছে-কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির,সর্বমঙ্গলা কালী মন্দির, বানেশ্বর কালী মন্দির, শ্রী শ্রী দূর্গা মন্দির, মায়ের বাড়ি কালী মন্দির, রাঁধাকৃষ্ণ নন্দধাম মন্দির, উত্তর ধূরুং প্রদীপ পাড়া সর্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, যতীন দাশের দুর্গা মন্দির, ভবানী মহাজনের দুর্গা মন্দির, বিমল নাথের দুর্গা মন্দির, রাধাগোবিন্দ দুর্গা মন্দির ও লেমশীখালী সর্বমঙ্গলা দুর্গা মন্দির।

এ ছাড়া ব্যক্তিগত পারিবারিক ভাবে ২৮টি বাড়িতে ঘটপুজা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, সরকারিভাবে উপজেলায় দৃর্গাপুজা উপলক্ষে ১৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি শেষ এবং প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্বিঘ্নে পুজা উদযাপনে তারা আশাবাদী বলেও জানান তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে। বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করা হচ্ছে। লেমশীখালী পুজামন্ডপে যাতায়াতের সুধিার্থে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজও করার কথা জানান তিনি।

Exit mobile version