parbattanews

কুতুবদিয়ায় ৫ জুয়াড়িকে পিটিয়েছে পুলিশ

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় ৫ জুয়াড়িকে হাতে-নাতে ধরে পিটিয়েছে পুলিশ। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত আবাসিক ভবনে জুয়া খেলার সময় তাদের এ শাস্তি দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের ওই পরিত্যক্ত ভবনে দীর্ঘ দিন ধরে স্থানীয় লাল ফকির পাড়ার কতিপয় বখাটে যুবক দিন-রাত জুয়ার আসর বসাতো। এতে পথচারী সহ হাসপাতালে আগত রোগী, নার্স অনেকেই বিরম্বনার শিকার হন। এরা মাদকের আসর বসায় বলে একাধিক ব্যক্তি জানান।

বড়গোপ ১ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন জানান, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে লাল ফকির পাড়ার মৃত কবির আহমদের পুত্র দিদারুল ইসলাম, সিরাজুল ইসলামের পুত্র মো. পারভেজ সহ ৭/৮ জনের একটি গ্রুপ সেখানে জুয়া খেলছিল। খবর পেয়ে তিনি থানায় খবর দিলে থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভবনটি ঘিরে ফেলেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩  জন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে ৫ জুয়াড়ি। পুলিশ ৫ জুয়াড়িকে লাঠি পেটা ও কান ধরে ওঠ-বস করিয়ে তাদের ছেড়ে দেন বলেও তিনি জানান।

থানার ওসি অংসা থোয়াই জুয়াড়িদের শায়েস্তা করতে দ্রুত পদক্ষেপ নেয়ায় জুয়াড়িদের আড্ডায় পরিণত ওই ভবনটি মুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি সদস্য।

 

Exit mobile version