parbattanews

কুতুবদিয়ায় ৫ দিনে ৭৩০ জনের টিকা গ্রহণ

কুতুবদিয়ায় গত ৫ দিনে করোনা প্রতিষেধক টিকা নিলেন ৭৩০ জনে। ফ্রন্ট লাইনের ব্যক্তি ছাড়াও চল্লিশোর্ধ যে কেউ জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করে টিকা নিতে পারায় সহজ ও আগ্রহ বাড়ছে সচেতন মহলের মাঝে।

হাসপাতাল সূত্র জানায়, প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) ৩০ জন, দ্বিতীয় দিন ৯০ জন, তৃতীয় দিন ১৭৯ জন, চতুর্থ দিন ২২৯ জন ও ৫ম দিনে ২০২ জন সহ মোট ৭৩০ জনে টিকা নিয়েছেন। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ঔষধ বিপনন কর্মীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা আগ্রহ সহকারে নিবন্ধন করে সহজেই টিকা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে সাত শতাধিক ব্যক্তি নিবন্ধনের মাধ্যমে করোনা টিকা গ্রহণ করেছেন। শুধু ফ্রন্ট লাইনের নয় চল্লিশোর্ধ ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন হওয়ায় টিকা গ্রহণে সহজ হয়েছে। ফলে প্রতিদিনই টিকা গ্রহণের মাত্রা বেড়েই চলেছে। তারাও বিভিন্ প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করে সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করছেন বলেও জানান তিনি।

Exit mobile version