কুতুবদিয়ায় ৬ ইউপি‘তে নির্বাচন আগামীকাল

fec-image

আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) কুতুবদিয়ার ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ২২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ দফা তারিখ পরিবর্তনের পরেও ভোটার প্রার্থীরা উৎসবমূখর ভোট হবে বলে আশা করছেন। ইতিমধ্যে রবিবার বিকাল ৩টা থেকে নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা, কর্মচারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ ব্যালট-সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দলীয়ভাবে ৬টিতে আ‘লীগ ( নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ প্রার্থী (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেস (ডাব) ১ জন এবং স্বতন্ত্র হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩ জন চেয়ারম্যান প্রার্থী অংশ নিয়েছেন। এছাড়া বিএনপি দলীয় ব্যানারে প্রার্থী না থাকলেও ব্যক্তি বিএনপি‘র ৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উত্তর ধুরুং ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থী-আ.স.ম শাহরিয়ার চৌধুরী (ঘোরা), আব্দুল হালিম সিকদার (আনারস), ইয়াহিয়া খাঁন কুতুবী নৌকা), সিরাজুদ্দৌলাহ (মটরসাইকেল) দেলোয়ার হোসেন (হাতপাখা) ও আছাদুল কবির(চশমা)। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৭ জন ও সাধারণ সদস্য প্রার্থী রয়েছে ৪২ জন। মোট ভোটার ১৮ হাজার ১৯৩ জন। কক্ষ রয়েছে ৪৪টি। দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থী-ছৈয়দ আহমদ চৌধুরী ( ঘোড়া), আলাউদ্দিন আল আযাদ (চশমা), মোহাম্মদ আজম সিকদার নৌকা), আবু আক্কাছ (আনারস) ও হামিদ উল্লাহ (হাতপাখা)। মহিলা সদস্য প্রার্থী ১২ জন ও সাধারণ সদস্য ৩২ জন। মোট ভোটার ১১ হাজার ৫৯৩ জন। কক্ষ ৩৪টি।

লেমশীখালী ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থী-আক্তার হোছাইন (চশমা), রেজাউল করিম , (নৌকা), ওয়াকি মনি আঁখি (আনারস), ফিরোজ আহমদ (ডাব), মো. শরীফ (হাতপাখা), ছরোয়ার আলম (ঘোড়া), আবু মজিদ আব্দুললাহ(দুটি পাতা)। মহিলা সদস্য ১৪ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৪৪ জন। মোট ভোটার ১২ হাজার ৬৭৩ জন। মোট কক্ষ ৩৬টি।

কৈয়ারবিল ইউনিয়নে ৬ চেয়ারম্যান প্রার্থী-জালাল আহমদ, মোহাম্মদ আজমগীর মাতবর (নৌকা), মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (অটোরিক্সা), অহিদুল ইসলাম (ঘোড়া), আবু মুছা কুতুবী (আনারস), জাহিদুল ইসলাম চৌধুরী(চশম্) । মহিলা সদস্য প্রার্থী ১০ জন ও সাধারণ সদস্য ৩০ জন। মোট ভোটার ৯ হাজার ২৬৩ জন। কক্ষ ২৭টি।

বড়ঘোপ ইউনিয়নে ৫ চেয়ারম্যান প্রার্থী -আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন (ঘোড়া), আবুল কালাম নৌকা), তানভীর মাহমুদ (আনারস), আক্কাছ উদ্দিন (হাতপাখা), তৌহিদুল ইসলাম (মটরসাইকেল)। মহিলা সদস্য প্রার্থী ১১ জন ও সাধারণ সদস্য ৩৭ জন। মোট ভোটার ২০ হাজার ২৯ জন। কক্ষ ৪৮টি।

আলী আকবর ডেইল ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী-ফিরোজ খাঁন চৌধুরী (ঘোড়া), মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার নৌকা), আব্দুল লতিফ (আনারস), মোহাম্মদ ইদ্রিস (হাতপাখা)। মহিলা সদস্য প্রার্থী ১২ জন ও সাধারণ সদস্য ৪২ জন। মোট ভোটার ১৫ হাজার ৮৩১ জন। কক্ষ ৪১টি।

উপজেলার ৩ দায়িত্বশীল কর্মকর্তা উপজেলা নির্বাহি অফিসার মো. নুরের জামান চৌধুরী, থানার ওসি মো. ওমর হায়দার ও নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ গ্রহণে প্রতিটি কেন্দ্রে বিভিন্ন ২২ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, র‌্যাবসহ মোবাইল টিমে ৬ জন নির্বাহি ম্যাজিসেট্রট, দু‘জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন