parbattanews

কুতুবদিয়ায় ৬ ইউপিতে ফের প্রস্তুতি ৩৩২ প্রার্থীর

কুতুবদিয়ায় ইউপি নির্বোচনের ৩ম দফা স্থগিতের পর পুনরায় তারিখ নির্ধারণ হয়েছে ২০ সেপ্টেম্বর। ফের প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছে ভোট যুদ্ধে। উপজেলার ৬টি ইউনিয়নে গত ১১ এপ্রিল ভোট গ্রহণের তারিখ ছিল। এরপর স্থগিত করা হয়। পূণ: তারিখ দেয়া হয় ২১ জুন। সেটিও করোনার পরিস্থিতির দরুন স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার বৈঠকের পর স্থগিত হওয়া নির্বাচন ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ৬ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৩৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৭৬ জন এবং সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন ২২৩ জন। সব মিলিয়ে ৩৩২ প্রার্থী আবার নড়েচড়ে বসলেন বৃহস্পতিবার থেকেই।

লেমশীখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও প্রার্থী নুর মোহাম্মদ এবং একই ওয়ার্ডের সদস্য প্রার্থী লোকমান হাকিম বলেন, বার বার নির্বাচন স্থগিত হওয়ায় সিংহভাগ প্রার্থী আর্থিক সংকটে বেকায়দায় পড়েছে। নতুন তারিখ ঘোষণায় ভোটারগণ সোচ্চার হচ্ছে। পুর্ণ প্রস্তুতি নিতে গেলে আরো অর্থের প্রয়োজন। যা অনেক আগেই খরচের সীমা ছাড়িয়ে গেছে।

একই রকম কথা বললেন আলী আকবর ডেইল ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচন কমিশনের বেধে দেয়া ব্যয় সীমা আগেই অতিক্রম হয়ে গেছে। “ ভোট ” বিধায় কোন ভোটারকেই কটু কথা বলার সুযোগ নেই।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার নির্বাচন গ্রহণে প্রায় সকল প্রস্তুতি আগেই সম্পন্ন ছিল উল্লেখ করে বলেন, পুনরায় তারিখ ঘোষণার বিষয়টি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। তবে তার হাতে এখনো লিখিত চিঠি আসেনি। পুর্ব নির্ধারিত কৈয়ারবিল ইউনিয়নের দু‘টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্থানান্তরিত হবে। এছাড়া লেমশীখালীতে ৮নং ওয়ার্ডের কেন্দ্রের ভবনটিও ঝুঁকি থাকার বিষয়ে তারা পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

Exit mobile version