parbattanews

কুতুবদিয়ায় ৭২দিনে ৮৬ করোনা রোগী শনাক্ত

কুতুবদিয়ায় ৭২ দিনে ৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। গত ১৫ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে মোট আক্তান্ত ৮৬ জন। আর নমূনা সংগ্রহ করা হয়েছে ৮১৮ জনের।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো নমূনার ফলাফল এসেছে ৮১৪ জনের। সর্বশেষ ২৭ জুলাই জনতা ব্যাংক লিমিটেডের মো. জুয়েল নামের এক কর্মকর্তার রিপোর্ট পজিটিভ এসেছে। হাসপাতালের একজন ডাক্তার ,নমূনা সংগ্রহকারি‘সহ ৫ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, উপজেলায় প্রাথমিক পর্যায়ে কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগের ফলে ৭৭ জন নমূনার ফলাফল পর্যন্ত কোন করোনা আক্রান্ত ছিলনা ।

গত প্রায় আড়াই মাসে ৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে সবচেয়ে বেশি ৩৮ জনের নমূনায় পজিটিভ মেলে।

এ ছাড়া দক্ষিণ ধুরুং ইউনিয়নে ১ জন,লেমশীখালীতে ৫ জন, কৈয়ারবিলে ২ জন, বড়ঘোপে ১৫ জন,আলী আকবর ডেইলে ৫ জন এবং বহিরাগত (চাকুরিজীবি) ২০ আক্রান্ত হন। মোট সুস্থ হয়েছেন ৭৪ জন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসপাতালে ১৫টি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কয়েকজন রোগী বাহিরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগীতায় হাই ফ্লো সেন্ট্রাল লাইন অক্সিজেন সরবরাহ চালু হচ্ছে।

নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, গণমাধ্যম‘সহ ফ্রন্ট লাইনে কাজে করোনা প্রতিরোধে বিরাট ভূমিকা ছিল। ফলে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা প্রতিরোধ।

অর্থনৈতিক বিবেচনা‘সহ স্বাস্থ্য বিধি মেনে চলা ও জনসচেতনা বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ প্রশাসন কাজ করে যাচ্ছে।

Exit mobile version