parbattanews

কুতুবদিয়ায় ৭ মার্চের ভাষণ স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা

কুতুবদিয়া প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো “ ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ” হিসেবে স্বীকৃতি দেয়ায় কুতুবদিয়ায় শনিবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশসন, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীর নেতৃত্বে, থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ দিদারুল ফেরদাউসের নেতৃত্বে কুতুবদিয়া থানা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে কুতুবদিয়া হাসপতাল, উপজেলা আ’লীগের সভাপতি মো. আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে আ‘লীগ ও সহযোগী সংগঠন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় যোগ দেয়।

কুতুবদিয়া অফিসার্স ক্লাব মাঠে উপজেলা প্রশাসন নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।  তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি ক্লাবের সামনে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতির সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা আ‘লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন।

Exit mobile version