parbattanews

কুতুবদিয়া আলী আকবর ডেইলে ফের ৮ গ্রাম প্লাবিত

কুতুবদিয়া আলী আকবর ডেইলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের পানি ঢুকে ফের ৮ গ্রাম প্লাবিত হয়েছে। সাগরের পানির সাথে টানা ৪ দিনের বৃষ্টির পানি একাকার হয়ে পানিবন্দী হয়ে পরেছে এলাকার মানুষ।

নাছিয়ার পাড়ার টেইলার্স ব‍্যবসায়ী মৌলভী জয়নাল আবেদীন বলেন, ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন দু’বার সাগরের পানি ঢুকছে। ৪ দিনের প্রবল বর্ষনে তলিয়ে গেছে ইউনিয়নের তেলিপাড়া, কাজিরপাড়া, পন্ডিতপাড়া, হকদারপাড়া, নাছিয়ারপাড়া, কিরোনপাড়া, কাহারপাড়া সহ ৮ গ্রাম।

এসব এলাকায় রাস্তা-ঘাট, দোকান পাট তলিয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। বন্ধ হয়ে গেছে নিত‍্য প্রয়োজনীয় খাদ‍্য দ্রব‍্যের দোকান।

স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস‍্য আফজল আহমদ বলেন, টানা বর্ষন প্রবল বাতাসে ভাঙা বেড়িবাঁধ দিয়ে সমুদ্রের পানি প্রবেশ করে তলিয়ে গেছে অন্তত ৮ গ্রাম। বুধবার আরও অধিক হারে পানি প্রবেশ করায় পানিবন্দী তারা।

এর আগে নিজেদের চেষ্টায় বালির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করেছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির দরুণ রক্ষা করা কঠিন হয়ে পরেছে। কাচা ঘরবাড়ি দোকানপাট ধান, সব্জি আবাদে ব‍্যাপক ক্ষতির মাঝে মানুষজন।

এই মুহূর্তে সরকারি সহায়তা আর বাঁধ মেরামতও জরুরী হয়ে পড়েছে বলে জানান তিনি।

Exit mobile version