parbattanews

কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, উদ্ধার ৩১

Trolar
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাসমান অবস্থায় ৩১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধার তৎপরতা চলছে।

উদ্ধারপ্রাপ্ত যাত্রীরা কোস্ট গার্ডকে জানান, চট্টগ্রাম বন্দরের ১৫নং জেটি থেকে বুধবার দুপুরে ২০ যাত্রী নিয়ে এফবি ইদ্রিস নামে ট্রলারটি যাত্রা করে। পর্যায়ক্রমে ট্রলারটি বাঁশখালীর উপজেলা ছনুয়া, পেকুয়া উপজেলার মগনামা ও করিয়ার দিয়া থেকে শতাধিক যাত্রী দিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রলারটি কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ-পশ্চিম মোহনায় পৌঁছলে আকস্মিকভাবে ডুবে যায়।

কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মোহাম্মদ তারেক জানান, ট্রলার ডুবির খবর পেয়ে তাদের নিজস্ব একটি জাহাজ ও স্থানীয়দের জেলেদের দু’টি ট্রলার নিয়ে উদ্ধারে নেমে পড়েন। এ পর্যন্ত ৩১ যাত্রী জীবিত উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ট্রলার থেকে আবদুর রহিম দালালকে আটক করা হয়েছে বলেও জানান মোহাম্মদ তারেক।

Exit mobile version