parbattanews

কুতুবদিয়া ধুরুং স্টেডিয়াম কাঁচাবাজারে হাঁটু পানি

কুতুবদিয়া ধুরুং স্টেডিয়ামে প্রবল বর্ষণে এখন হাঁটু পানি। করোনায় সামাজিক দূরত্ব বজায়ে কাচাঁবাজার স্থানান্তরিত করা হয়েছিল এই স্টেডিয়ামে।

মাঠটি নীচুঁ বিধায় গত দু’দিনের টানা প্রবল বর্ষণে তলীয়ে গেছে। ভোগান্তির শেষ নেই ক্রেতা- বিক্রেতাদের।

সবজি ব্যবসায়ী শাহনেওয়াজ, মোবারক হোছাইন জানান, এমনিতেই পুরনো কাঁচা বাজার থেকে স্থানান্তরিত হওয়ায় ক্রেতা কম থাকে। এর পর বিকাল ৪ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
বৃষ্টিপাতে মাঠে হাঁটু পানি। তাদের অস্থায়ী দোকানগুলোও তলীয়ে গেছে পানিতে।

এছাড়া ক্রেতারাও হাঁটুপানি মাড়িয়ে কেনা-কাটা করতে পারেন না। তারা পুর্বের স্থানে অথবা উচুঁ কোথাও দোকান করার দাবি জানান।

একই দাবি জানান ধুরুংবাজারের ইজারাদার কামরুল হাসান সিকদার। তিনি বলেন, করোনায় সঠিকমত ব্যবসায়িরা বেচাঁ কেনা করতে পারেনা। প্রবল বর্ষণে স্টেডিয়ামে হাঁটু পানি জমে গেছে। নিস্কাশনের ব্যবস্থা নেই।

সবজি ব্যবসায়িরা অনেকেই দোকান গুটিয়ে নিয়েছেন। এমুহুর্তে দোকানগুলো অন্যত্র সরানো প্রয়োজন। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহি অফিসারের তড়িৎ পদক্ষেপ চান।

Exit mobile version