parbattanews

কুতুবদিয়া-মহেশখালীতে নৌকা পেতে চান চেয়ারম্যান আব্দুল খালেক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুতুবদিয়া-মহেশখালী আসনে নৌকার প্রার্থী হতে চান মহেশখালীর শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী । তিনি মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শাপলাপুর ইউনিয়নের ৪ বারের চেয়ারম্যান। গত নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচিত হন তিনি। দুই দ্বীপ উপজেলার মৌলিক উন্নয়নের লক্ষ্যে প্রার্থী হতে গণসংযোগকালে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে কুতুবদিয়া বড়ঘোপ সমুদ্র বিলাসের হল রুমে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, দুই উপজেলায় নেতৃত্বের শূন্যতা বিরাজ করছে। এছাড়া বিগত সময়ে কয়েকজন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের চৌকস নেতৃত্ব ও উন্নয়ন কর্মকাণ্ড অভাব অনুভব করছেন সাধারণ মানুষ। দক্ষ নেতৃত্বের অভাবেই মৌলিক সরকারি উন্নয়ন ব্যহত হচ্ছে বলেও দাবি করেন তিনি। পর্যটন জোন এলাকা গড়ে তুলতে দক্ষ সংসদ সদস্য প্রয়োজন। উপকূলে সুপারডাইক বেড়িবাঁধ, মগনামা-বড়ঘোপ ঘাটে ফেরিপারাপারসহ নানা অসমাপ্ত কাজ করতে চান তিনি। যে কারণে নৌকার মনোনয়ন পেতে তিনি লবিং-গণসংযোগ করে যাচ্ছেন । কক্সবাজার-২ আসনে সরকারি দলের দু‘বারের নির্বাচিত সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ নৌকা নমিনেশন প্রত্যাশীদের মাঝে তিনি কোন অংশ কম নয় বলেও দাবি করেন তিনি।

Exit mobile version