parbattanews

কুতুবদিয়া হাসপাতালসহ ৪৩ জনের রিপোর্ট নেগেটিভ

কুতুবদিয়া হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মিলে ১৭ জন সহ ৪৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে ৭৭ জনের সব স্যাম্পলই নেগেটিভ রেজাল্ট ছিল।

করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন,  কুতুবদিয়া থেকে সর্বমোট ১২০ জনের ব্লাড স্যাম্পলের সব নেগেটিভ রেজাল্ট এসেছে।

সর্বশেষ গত শুক্রবার হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ১৭ জন এবং শনিবার কোয়ারেন্টিনে থাকা ২৬ জনের ব্লাড স্যাম্পল পাঠানো হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে।

এ ছাড়া সোমবার(৪ মে) আরও ১৬ জনের স্যাম্পল পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নেগেটিভ আসা স্যাম্পলগুলো ঝুঁকিপুর্ণ মনে হয়েছিল। সেগুলো নেগেটিভ হওয়ায় তারা বেশ আশাবাদী। দ্বীপে বহিরাগত গমনাগমন বন্ধ রাখা গেলে অনেকটাই নিরাপদ মনে করেন তারা। এখনো করোনামুক্ত কুতুবদিয়া -এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি মনে করেন। এরপর উপজেলার ঝুঁকি রয়েছে এমন বিভিন্ন ফার্মেসিতে করোনা পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করার পরিকল্পনাও আছে বলে জানান।

Exit mobile version