parbattanews

কুতুবদিয়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রজেক্ট মুখের হাসি‘র উদ্যোগে আরও একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। করোনায় দুর্যোগের সময় জরুরী মুহুর্তে রোগীদের সেবায় সুবিধা নিশ্চিত করতে এ প্রয়াস।

সোমবার (১৩ জুলাই) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কাছে সিলিন্ডারটি হস্তান্তর করেন প্রজেক্ট মুখের হাসির উদ্যোক্তারা। এসময় তারা হাসপাতালের করোনা প্রতিরোধে অগ্রনীভুমিকা পালনে স্বাস্থ্য নিরাপত্তা রক্ষায় ২০টি কেএন ৯৫ মাস্কও প্রদান করেন। প্রজেক্টের উদ্যোক্তাদের মধ্যে কাইয়ুমুল হক, সাইফুর রহমান রাহিদ ও শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, করোনা রোগীসহ সাধারণ প্রয়োজনীয় রোগীদের ফ্রি অক্সিজেন সরবরাহের লক্ষ্যে প্রজেক্ট মুখের হাসি থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এর আগেও তারা আরও একটি সিলিন্ডার দিয়েছেন। এ ছাড়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের কাজ দ্রুত চলছে।পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার মওজুদ রয়েছে বলেও জানান তিনি।

এ পর্যন্ত কুতুবদিয়া হাসপাতালে মোট ৭টি অকসিজেন সিলিনডার দেয়া হয়েছে।

Exit mobile version