parbattanews

কুতুব‌দিয়ায় পরিবেশ রক্ষায় কাজ কর‌তে চায় ইএফ‌বি‌সিইউ

কুতুব‌দিয়ায় পরিবেশ ও জলবায়ু‌র সমস‌্যা নি‌য়ে কাজ কর‌তে চায় এনভায়রন‌মেন্টাল ফোরাম অব বোটা‌নিষ্ট চিটাগং ইউ‌নিভা‌র্সি‌টি (ইএফ‌বি‌সিইউ) না‌মের সংস্থা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কুতুব‌দিয়ায় খোঁজ নি‌তে আ‌সেন চ‌বির ফ‌রে‌ষ্ট্রি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হো‌সে‌নের নেতৃত্বে অন্তত ৩৫ স‌দস্যের এক‌টি বি‌শেষজ্ঞ টিম গতকাল উপ‌জেলার বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, লো‌কেশন ঘু‌রে দেখেন।

সন্ধ‌্যায় স্থানীয় স‌াংবা‌দিক‌দের সা‌থে হো‌টেল বেলাভূ‌মি‌তে সংক্ষিপ্ত মত‌বি‌নিময় সভা ক‌রেন। এসময় অন‌্যান‌্যদের মা‌ঝে চবির বোটা‌নিক‌্যাল বিভাগের প্রফেসর ড. আব্দুল গফুর, স‌্যার আশু‌তোষ সরকা‌রি কলেজের অধ‌্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম ধর, সাংবা‌দিক‌দের মধ্যে সি‌নিয়র সাংবা‌দিক এম. এ মান্নান, কাইছার সিকদার, আবুল কা‌শেম, শা‌হেদুল ইসলাম ম‌নির, হাসান মাহমুদ সুজন, পরিবেশ কর্মী মো.শ‌হিদুল ইসলাম, প্রেসক্লাব সদস‌্য সাইফুল আলম সিকদার প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

Exit mobile version