parbattanews

’কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে সরকার’

সরকার পরিকল্পিতভাবে দেশের প্রাণ কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও অদূরদর্শীতার কারণে কৃষি নির্ভর বাংলাদেশ আজ ধবংসের মুখে। সরকার কৃষকের স্বার্থ রক্ষার্থে ব্যর্থ হওয়ায় কৃষক ক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

শনিবার(২৪ আগস্ট) খাগড়াছড়ি জেলা কৃষক দলের নির্বাহী কমিটির প্রতিনিধি সভায় অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিনা ভোটের সরকার ব্যাংকের টাকা লুটপাটে সুযোগ করে দিচ্ছে। পক্ষান্তরে কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকের ফসল পুড়ছে। দেশের পাটশিল্প ধবংস হয়ে গেছে। শ্রমিক তার পাওনা পাচ্ছে না।

খাগড়াছড়ি জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন,  খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, ক্ষেত্র মোহন রোয়াজা, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ, এডভোকেট আব্দুল মালেক মিন্টু,  জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল হোসেন সুমনসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version