কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল চিৎমরম ইউনিয়ন ছাত্রদল


রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নে এক অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল চিৎমরম ইউনিয়ন ছাত্রদল।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্থানীয় কৃষক আব্দুল কাদেরের প্রায় ১৫শ’ তক জমির পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন।
কৃষক আব্দুল কাদের জানান, সাধারণত এ পরিমাণ ধান কাটতে ৫–৬ জন শ্রমিক লাগে এবং প্রত্যেককে প্রায় ১,২০০ টাকা করে মজুরি দিতে হয়। ছাত্রদল বিনামূল্যে ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ায় তিনি আর্থিকভাবে বড় সহায়তা পেয়েছেন বলেও জানান।
ধান কাটা কর্মসূচিতে চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজু এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমদান করেন।
চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা সবসময় মেহনতী মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। দলের ও জনগণের স্বার্থে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।”

















