parbattanews

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেছেন, ‌‌‌বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এর অবদান একমাত্র কৃষকদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে দীঘিনালায় কৃষকদের মাঝে ২০২২-২০২৩ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, কীটনাশক ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাহাদাৎ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ।

এসময় উপজেলার ৫টি ইউনিয়নের ৭০ জন করে মোট ৩শ ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

Exit mobile version