parbattanews

কোটা বহালের দাবীতে খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন-র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই আমাদের অঙ্গিকার” এ শ্লোগানে ৩০ভাগ মুক্তিযোদ্ধা কোটা যথাযথ বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে গণ সমাবেশ, র‌্যালী ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজম্ম খাগড়াছড়ি জেলা শাখা।

রবিবার(৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্বরে কোটা বাস্তাবায়নের দাবি জানিয়ে ষড়যন্ত্রকারীদের হুশিয়ারী জানান নেতৃবৃন্দরা।

এতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা যথাযথ বাস্তবায়নের দাবি জানিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা কোটা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা চেষ্টা করলে প্রতিহত করার হুমকি দিয়ে নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছেন বলেই আজ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

এদেশে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা সকলকে স্বরণ রেখে ৩০ভাগ মুক্তিযোদ্ধা কোটা যথাযথ বাস্তবায়নের দাবি জানান অংশ গ্রহণকারীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান তারা।

মুক্তিযোদ্ধা সন্তান মিলকি মারমার সঞ্চালনায় নরোত্তম দাশ বৈষ্ণবের নেতৃত্বে এতে মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, জেলা সহকারী কমান্ডার-হানিফ হাওলাদার, প্রজম্মলীগের নেতা মো. হাসান, শ্রমিকলীগ নেতা জানু শিকদার, পৌর আওয়ামী লীগ নেতা মো. জাবেদ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান-লিমিটন বোস, মো. হারুণ মিয়া, সাইফুল ইসলাম বাবু, আ. হান্নান লিটন, কামরুল হোসেন, উত্তম কুমার সরকার প্রমূখ।

Exit mobile version