parbattanews

কোটা বিভাজনের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রমের উদ্যোগ

স্টাফ রিপোর্টার:
পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায়ের মধ্যে কোটা বিভাজনের মাধ্যমে রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের আগামী শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে মতব্যক্ত করেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আইয়ুবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত মেডিকেল কলেজ স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ সকল প্রতিষ্ঠানের সাথে আলোচনার মাধ্যমে এ কাজ বাস্তবায় করা হবে বলে জানান তিনি।

শনিবার রাঙামাটি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) হাবিবুর রহমান, চট্টগ্রাম বিভাগের পরিচারক (স্বাস্থ্য) ডাক্তার মোঃ আলাউদ্দিন মজুমদার, রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সালাউদ্দিন মাহমুদ, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ, ডাঃ টিপু সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ।

Exit mobile version