parbattanews

কোটি টাকা ব্যয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের দ্বিতল ভবন উদ্বোধন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের নবনির্মিত দ্বিতল চার্চ ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ জুন) সকালে নবনির্মিত ভবন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করে পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি টাকা অর্থায়নে এটি নির্মাণ করা হয়।

উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তির কথা বলা হয়েছে। ধর্মীয় অনুশাসন যদি সকলে মেনে চলে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যঞ্চলে একের পর এক উন্নয়ন করে চলেছেন বলে জানান তিনি।

পরে এক আলোচনা সভা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি উইং কমান্ডার (অব.) খ্রিস্টোফার অধিকারী। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাপ্তাই নির্বাহী অফিসার রুমন দে, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, চন্দ্রঘোনা খ্রিস্চিনিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, শেড বোর্ডের পরিচালক মলিনা কর্মকার, ময়মনসিংহ অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি জন সাংমা, গোপালগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ডেবিট অধিকারী, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রাক্তন সহ-সভাপতি জগদীশ কর্মকার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, দিনাজপুর অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিজয় দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিভিন্ন আঞ্চলিক চার্চ সংঘের প্রতিনিধি, পালকবৃন্দ।

Exit mobile version