parbattanews

কোন প্রতিষ্ঠানে দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না: দুদক

 

রাঙ্গামাটি প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, পার্বত্যাঞ্চলে কোন প্রতিষ্ঠানে দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না। কোন প্রতিষ্ঠানের দুর্নীতি সংক্রান্ত কোন বিষয়ে নজর পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের নির্মিতব্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দুদকের তিন পার্বত্য জেলার সমন্বয় হাজি শফিকুল রহমান ভূইয়া, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার প্রমুখ।

দুদক চেয়ারম্যান বলেন, আইনের, উর্ধ্বে কেউ নয়। আইন সবার জন্য সমান। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠাই আইনের অধিনে। তাই সবাইকে আইন মেনে কাজ করতে হবে। এছাড়া খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়ও আমাদের নজরে এসেছে। তা আমরা খতিয়ে দেখছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। সব মানুষ যদি আইনের বিষয়ে সচেতন হয় তাহলে একদিন বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে।

Exit mobile version