parbattanews

কোরআন অবমাননার প্রতিবাদে ঈদগাঁওয়ে বিক্ষোভ

পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ওলামা পরিষদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে আলেম ওলামার নেতৃত্বে বের হওয়া মিছিলটিতে মুহূর্তে হাজারো তৌহিদী জনতা অংশগ্রহণ করে কোরআন অবমাননাকারীর বিরুদ্ধে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে মহাসড়কের ঈদগাহ বাস স্টেশনে সংক্ষিপ্ত এসে থামে এবং সেখানে সমাবেশ করেন ওলামা পরিষদের নেতারা।

এ সময় হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, মুসলমান জাতি যদি জেগে ওঠে কোরআন ও ইসলাম অবমাননাকারীদের এই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে’ সবশেষে তারা এসব ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Exit mobile version