parbattanews

কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে উখিয়ায় বিশ্ব শিশু দিবস উদযাপন

উখিয়ার রত্নাপালং এ নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস উদযাপন করা হয়েছে।

ইউনিসেফের অর্থায়নে কোস্ট ফাউন্ডেশন রত্নাপালং মাল্টিপারপাস সেন্টারের উদ্যোগে শনিবার (২০ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক।স্বাগত বক্তব্য রাখেন, সোশ্যাল হাব ফ্যাসিলিটেটর রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবনির্বাচিত মহিলা ইউপি সদস্য রাজিয়া বেগম, শিশু সাহিত্যিক ও দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, দৈনিক ভোরের কাগজ এর উখিয়া প্রতিনিধি জসিম আজাদ, কামরিয়ার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোস্ট ফাউন্ডেশন রত্নাপালং মাল্টিপারপাস সেন্টারের সুপারভাইজার আমির হোছাইন। কোস্ট ফাউন্ডেশনের সোশ্যাল চেইঞ্জ এজেন্ট ফ্যাসিলিটিটেটর কামাল হোসেনের সঞ্চালনায় সভায় সোশ্যাল চেইঞ্জ এজেন্টদের পক্ষে বক্তব্য রাখেন তারেক হোসেন, আয়েশা ছিদ্দিকা, শাবনুর হোছাইন নূরী, সফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস নয়ন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন খাতিজা আক্তার লাকি ও রুবি আক্তার হেনা।

শিশু দিবসকে কেন্দ্র করে সোশ্যাল চেইঞ্জ এজেন্টরা সকালে র‌্যালি ও ‘নতুন কুঁড়ি’ নামক দেয়ালিকা প্রকাশ করেন।

Exit mobile version