parbattanews

কোয়ান্টাম কসমো স্কুলের শিশুরা মানবিক মূল্যবোধ সম্পন্ন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

Lama Photo-1 Date-26-4-17 copy

লামা প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, জাতির চিন্তার পরিবর্তন হয়েছে। শতভাগ শিশু বিদ্যালয়ে যায়। তবে এতেই তৃপ্তির ঢেকুর তোলবার মত জায়গা আমরা নেই। কোয়ান্টাম কসমো স্কুলের শিশুরা দেশের অন্য স্কুলের শিশুদের চেয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন। তাই সারা বাংলাদেশের স্কুল গুলোকে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের মতো করে গড়ে তুললে শিক্ষা ব্যবস্থার অনেক গুনগতমান বাড়বে।

মন্ত্রী বুধবার সকালে উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ কথা বলেন।

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইহ্লা মং র্মামা।

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়াননু, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের পরিচালনা পদের সভাপতি তিন কড়ি চক্রবর্তী। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সরই ইউনিয়নে প্রতিষ্ঠানটি ২০০১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে।

মন্ত্রী আরও বলেন, তিন পার্বত্য জেলা শিক্ষায় অনেক পিছিয়ে। আর সে কারণেই ইউএনডিপি কর্তৃক অনুমোদনহীনভাবে প্রতিষ্ঠিত ২১০টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় প্রধানমন্ত্রী জাতীয়করণ করেছেন।

Exit mobile version