parbattanews

ক্যামেরাপার্সনকে পানি ছুড়ে ক্ষোভ ঝারছেন রোনালদো

সৌদি আরবে বিতর্কিত কাণ্ডের কারণে প্রায় সময় আলোচিত হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দল ভালো না করলে কিংবা নিজে গোল করতে ব্যর্থ হলে ক্ষোভ ঝারছেন মাঠে। এবার সমালোচিত হলেন ক্যামেরাপার্সনকে পানি ছুড়ে মেরে।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আল শাবাবের সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাসর। ম্যাচ শেষ হওয়ার পর পর্তুগিজ সুপারস্টার হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এসে এক স্টাফের কাছ থেকে পানির বোতল নেন। এক চুমুক পানি খান। কাছেই এক ক্যামেরাপার্সন তার দিকে ক্যামেরা তাক করে ছিলেন। বিরক্ত হয়ে তার দিকে পানি ছুড়ে মেরে তাকে একা থাকতে দিতে বলেন। ক্যামেরাপার্সন তখন ক্যামেরা নিয়ে মাঠের দিকে চলে যান।

এখন দেখার অপেক্ষা রোনালদো তার এই আচরণের কারণে শাস্তি পান কি না। তবে এই ক্লিপ ভাইরাল হয়ে গেছে এবং নিঃসন্দেহে আরেকবার তার ভাবমূর্তি ক্ষুণ্ন হলো।

এর আগে প্রতিপক্ষ কোচকে ধাক্কা দেন। বিপরীত দলের খেলোয়াড়কে ডব্লিউডব্লিউ স্টাইলে ফাউল করেন। ম্যাচ শেষে সৌদি দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে তোপের মুখে পড়েন ইউরো জয়ী অধিনায়ক। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী অবশ্য কোনোবারই বড় ধরনের শাস্তি পাননি।

Exit mobile version