parbattanews

ক্যাম্পে কেউ আসেনি নমুনা দিতে

করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের জন্য দিনভর মাইকিং করেও ক্যাম্পে কেউ আসেনি নমুনা দিতে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদে এ চিত্র দেখা গেছে।

কুতুবদিয়ায় হঠাৎ করানো আক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় ইউনিয়ন ভিত্তিক ক্যাম্প করে নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেয় প্রশাসন-স্বাস্থ্য বিভাগ। এরই প্রেক্ষিতে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার নমুনা সংগ্রহের ক্যাম্পের আয়োজন করা হয়।

নমুনা সংগ্রহ করতে যাওয়া হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পরিষদে গিয়ে কোন আগ্রহী রোগী পাওয়া যায়নি। নমুনা দিতে কেউ আসেনি। এ ইউনিয়নে কোন সচেতন ব্যক্তি না পেয়ে অনেকক্ষণ বসে থেকে পাশ্ববর্তী সড়কের একাধিক দোকান্দারকে ডেকে এনে “ ইজ্জত রাখার’’ নমুনা নিয়ে ফেরেন।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার নমুনা সংগ্রহের ক্যাম্পের জন্য বুধবার মাইকিং করা হয় দিনভর। জনগণকে করোনা বিস্তার রোধে সহযোগিতার জন্য স্বউদ্যোগে নমুনা পরীক্ষা করা উচিৎ। কিন্তু প্রচার করেও কাউকে আনা সম্ভব হয়নি।

Exit mobile version