parbattanews

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে সুশাসনের জন্য নাগরিক-সুজন খাগড়াছড়ি শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুশীল সমাজ, সামাজিক- সাংষ্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুজন এর খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, সদস্য মুহাম্মদ আবু দাউদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত , সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন মামুন ও পার্বত্য চট্টগ্রাম উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়ক শেফালিকা ত্রিপুরা।

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন দমনে সরকারের বিশেষ নজড়দারি দেয়ার দাবি জানান। একই সাথে সর্বোচ্চ শাস্তি মৃতুদন্ডের বিধান রেখে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি ও মামলার রায় কার্যকরের দাবিও জানান তারা।

Exit mobile version