parbattanews

ক্রীড়া শারীরিক প্রশান্তি ও মানসিক উন্নয়নে ভুমিকা পালন করে

নিজস্ব প্রতিনিধি:

লেখা পড়ার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। শারীরিক প্রশান্তি ও মানসিক উন্নয়নে ক্রীড়া অগ্রনী ভুমিকা পালন করে। এছাড়াও খেলাধুলার মাধ্যমে একটি শিশুকে একজন সুশৃঙ্খল জাতিতে পরিনত করা যায়। খেলাধুলা মানুষকে শৃঙ্খলা ও সহানুভুতিশীল শেখায়।

বুধবার সকালে বান্দরবান সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা এসব কথা বলেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সফিকুল ইসলাম, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিত মজুমদার, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক রহিম ত্রিপুরাসহ সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

Exit mobile version