parbattanews

‘ক্ষতিগ্রস্ত সকল জাতিগোষ্ঠির পাশে সেনাবাহিনীর সহযোগিতা ভবিষ্যতেও চলমান থাকবে’

সম্প্রতি ভয়াবহ বন্যার কবলিত ক্ষতিগ্রস্ত সকল জাতিগোষ্ঠির পরিবার পাশে সেনাবাহিনীর সহযোগিতা ভবিষ্যতে চলমান থাকবে বলে আশস্ত করেছেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সেনাজোনে বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এই কথা বলেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের ১০৭ জনের মাঝে ১০ লাখ ৯৫ হাজার টাকা ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, এবারের স্মরণকালের ভয়াবহ বন্যায় বান্দরবানের সাত উপজেলায় সেনা রিজিয়নের পক্ষ থেকে ২ হাজার ২ শত ৭৯ পরিবারকে নগদ সাড়ে আট লাখ টাকা, আড়াই লাখ লিটার বিশুদ্ধ পানি ও ৪ হাজার ১৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, রিজিয়নের কর্মকর্তা মেজর শায়েক উজ জামানসহ ১৩ টি জাতিগোষ্ঠীর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version