parbattanews

ক্ষত বিক্ষত কক্সবাজার-টেকনাফ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও যানজট

কক্সবাজার টেকনাফ ক্ষত বিক্ষত সড়ক সংস্কার, সম্প্রসারন কাজে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের দীর্ঘসূত্রতার কারণে মানসম্মত কাজ হলেও প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা ও দীর্ঘ যানজট।

বৃহস্পতিবার ভোর রাত উখিয়ার থাইংখালী স্টেশনে টেকনাফ থেকে আসা ট্রাক ও চট্টগ্রাম থেকে আসা বাস ও নিত্ত পণ্য বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনার প্রতক্ষ্যদর্শী চৌকিদার রফিক জানায়, খানা খন্দকের ভরা ও বড় বড় গর্তে সড়ক ও জনপদ বিভাগ ইটের কংক্রিট ঢালাই করলেও তা ২/৪টি গাড়ি চলাচলের পর রাস্তার পুরানো চেহারা ভেসে ওঠে।

বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাস্থল থাইংখালী স্টেশনের সামান্য উত্তরে জামে মসজিদ সংলগ্ন এলাকায় ৪টি বাস বোঝাই গাড়ি উল্টে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় কেউ হতাহত না হলেও উভয় দিক থেকে আসা শত শত যানবাহন আটকা পড়ে যায়। যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় জনসাধারণ দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে ফেললে সড়ক যোগাযোগ সচল হয়ে উঠে।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম, গফুর উদ্দিন চৌধুরী জানান, সড়ক ও জনপদ বিভাগ লিংক রোড থেকে কাঞ্জর পাড়া ৫০ কিমি. সড়ক সম্প্রসারণ কাজে তড়িৎ গতিতে কাজ সম্পন্ন না করার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন ঘটছে সড়ক র্দুঘটনা।

এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ১২ ফুট সড়ক সম্প্রসারণ করে ২৪ ফুটে উন্নীত করতে গিয়ে কাজের ধরন বেড়েছে আশংকাজনকভাবে। তাই ঠিকাদাররা দিনরাত পরিশ্রম করেও কাজ শেষ করতে পারছে না বিধায় নির্মাণ কাজের স্থলে কিছু কিছু দুর্ঘটনা ঘটছে।

Exit mobile version