parbattanews

ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট’র উদ্যোগে বৈসাবি মেলা

IMG_20170408_200403 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট’র উদ্যোগে বৈসু-সাংগ্রাই-বিঝু উৎসব ২০১৭ উপলক্ষে তিন দিনব্যাপী বৈসাবি মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট’র মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ঐতিহ্য তুলে ধরে মেলায় পসরা বসিয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধায় ইন্সটিটিউট’র নিজস্ব শিল্পীগোষ্ঠীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও জানিয়েছেন আয়োজক কমিটি।

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান এসইউপি পিএসসি, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, ডিজিএফআই অধিনায়ক কর্ণেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এএফডব্লিউসি পিএসসি,

আরও উপস্থিত ছিলেন, সদর জোন কমান্ডার লে. কর্ণেল জিএম সোহাগ পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, খগেশ্বর ত্রিপুরা ও নিগার সুলতানা।

Exit mobile version