parbattanews

ক্ষুদ্র নৃ- গোষ্ঠীগুলো নিজেদের আদিবাসী বানানোর পাঁয়তারা চলছে

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:
বাংলাদেশে কোন আদিবাসী নেই, বাংলাদেশ সরকারের এমন প্রতিবেদনকে উপেক্ষা করে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীগুলো নিজেদের আদিবাসী বানানোর পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ৬টি বাঙ্গালী সংগঠন। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য গণপরিষদের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী আলমগীর। এতে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের জেলা আহবায়ক পেয়ার আহমদ খান ও পার্বত্য নাগরিক কমিটির সাধারন সম্পাদক জামালউদ্দিন।

সংবাদ সম্মেলনে তারা আরো অভিযোগ করেন, বিদেশী চক্রের সহায়তায় পাহাড়ীদের একটি অংশ পার্বত্যাঞ্চলের পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করছে যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

Exit mobile version