কড়া পিকেটিং সত্ত্বেও খাগড়াছড়িতে তৃতীয় দিনের হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

Untitled-1

মো. আবুল কাসেম, খাগড়াছড়ি থেকে ॥
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি’র সিনিয়র নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিন কড়া পিকেটিং এর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের শুরুতে সকাল ৭টায় খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ার এলাকায় জেলা জিয়া পরিষদের সভাপতি রতন জ্যোতি ত্রিপুরার নেতৃত্বে ও বিএনপি দলীয় কার্যালয় সম্মুখ হতে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা বিএনপি নেতা কংচাইরী মাষ্টারের নেতৃত্বে সকাল ১০টায় গোলাবাড়ী হতে একটি মিছিল শহরে বিক্ষোভ করে।

খাগড়াছড়িতে হরতালের ৩য় দিনে শহরে কড়াকড়িভাবে পিকেটিং অব্যাহত ছিল। ১১ নভেম্বর খাগড়াছড়িতে প্রধামন্ত্রীর সফর করায় বিএনপি’র নেতাকর্মীরা হরতালের ২য় দিনটি নিজেদের হরতাল কার্যক্রমে ছাড় দেওয়ার কারনে আজকের হরতালটি ছিল কড়া।

সকাল থেকে জেলা সদরে ভারী যানবাহন, সকল প্রকার দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশী টহল অব্যাহত থাকলেও পুরো শহরে দায়িত্ব বন্টনের মাধ্যমে বিএনপি কর্মীরা বিভিন্ন মোড়ে মহড়া অব্যাহত রেখেছে। মাঝে মাঝে কয়েকটি রিকশা ও মোটর সাইকেল পিকেটাররা আটকালে পুলিশ এসে তা সামাল দেয়। এভাবেই চলতে থাকে পুরোদিন। পিকেটারদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশও মাঝে মাঝে কঠোর আচরণ প্রদর্শন করে।

এদিকে, বিকাল ৫টায় জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাক্মার নেতৃত্বে চেঙ্গী স্কোয়ার হতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে মহাজন পাড়া এলাকায় পুলিশী বাঁধার সম্মুখীন হয়। পুলিশী বাঁধা থাকলেও মিছিলটি কাঠ ব্যবসায়ী সমিতি মোড় ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামীকাল টানা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিন। ৪র্থ দিনে এর চেয়েও বেশী কড়াকড়ি হরতাল পালন করার জন্য নেতাকর্মী  স্থানীয়দের আহবান করেন।

অপরদিকে, বিকালে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাতের নেতৃত্বে পৌর শহরে  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন