parbattanews

খাগড়াছড়িতে মারমা শিক্ষার্থীকে ধ/র্ষণের অভিযোগ

খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চয়ন শীল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে সিঙ্গিনালা এলাকার ১নং ওয়ার্ড থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি জানায়, ভোরে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনকে আসামি করে সদর থানায় একটি এজাহার দেন। এরপরই পুলিশ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে সিঙ্গিনালা এলাকায় অভিযান চালিয়ে চয়নশীলকে আটক করে। আটক চয়নশীলকে ভিকটিম স্কুলছাত্রী ছবি দেখে শনাক্ত করেছেন বলে জানান ওসি। তিনি আরো জানান, এ ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে অপর অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

থানায় ভিকটিমের বাবার দায়ের এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তাঁর মেয়ে। বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজি করে সিঙ্গিনালার শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের পাশের একটি খোলা কাদা ও পানিযুক্ত জমিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এঘটনায় অজ্ঞাত ৩ যুবক ওই ছাত্রীকে অজ্ঞান করে সেখানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে মর্মে নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় অভিযোগ দায়ের করেন ভিটিমের বাবা।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা শহরে। সকালে কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশ হয়। সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলার সড়ক অবরোধ দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা ও অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি। সেখানে বলা হয়, এ ধরণের ঘটনা ঘৃণিত এবং জঘন্য অপরাধ। সিঙ্গীনালার ঘটনায় প্রশাসনের সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা বিএনপির বিবৃতিতে। একইসাথে ভিকটিম ও তার পরিবারকে যথাযথ পদক্ষেপ গ্রহণপূর্বক নিরাপত্তা প্রদানের জন্যেও বলা হয়েছে বিবৃতিতে।

Exit mobile version