parbattanews

খাগড়াছড়িতে আ.লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা, সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংসানু মারমার বাড়িতে সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। ফলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় এলাকায় থমথমে পরিস্থিত বিরাজ করছে।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আওয়ামী লীগ নেতার বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

মংসানু মারমার অভিযোগ, সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি দলীয় কাজ শেষে বাড়িতে ঢোকা মাত্র মাহেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

মংসানু মারমা বলেন, সরকার চলমান উন্নয়ন করে যাচ্ছে। এ কার্যক্রমকে সুন্দর দৃষ্টিতে দেখতে না পেরে হিংসা করে এমন কার্যক্রম করছে বলে দাবী করেন তিনি।

এ দিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল থেকে নেতাকর্মীরা খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোন ছড়ায় বিক্ষোভ মিছিল বের করে ও রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, আঞ্চলিক সংগঠনগুলোর চাঁদাবাজিতে বাঁধা দেওয়ার ঘটনার বিরোধীদের জেরে এ সন্ত্রাসী ঘটনা ঘটেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Exit mobile version