parbattanews

খাগড়াছড়িতে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ উদযাপন

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বর্ণিল আয়োজনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ৯টায় জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসন, পুলিশ সুপার মুক্তা ধর, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পরপরেই টাউন হলের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Exit mobile version