parbattanews

খাগড়াছড়িতে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়িয়েছে বিজিবি

দেশের আইনশৃঙ্খলা স্বার্থে খাগড়াছড়িতে বিজিবির তল্লাশি অভিযান ও নজরদারি বৃদ্ধি কার্যক্রম চালাচ্ছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে পানছড়ি ৩ বিজিবি ও বাঘাইহাট ৫৪ বিজিবি সড়কের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে এই অভিযান কার্যক্রম পরিচালিত করছে।

এ সময় খাগড়াছড়ি হতে পানছড়ি, সাজেক ও মারিশ্যা রোডে অস্থায়ী চেক পোষ্ট বসানো ছাড়াও তল্লাশি এবং সীমান্তে টহলের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানায়,  দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসাথে অধিনস্থ বিওপি, টিওবি, ক্যাম্প কর্তৃক ০১টি করে বেশ কয়কটি বিশেষ টহল পরিচালনা করে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারী করা হচ্ছে জানিয়েছেন।

Exit mobile version