খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আটক চয়নশীল ৬ দিনের রিমান্ডে


খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক চয়ন শীল (১৯) এর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ২৫ সেপ্টেম্বর চয়ন শীলকে আদালতে তোলে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে আটক চয়নশীলকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সিঙ্গিনালা এলাকার ১নং ওয়ার্ড থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।
২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক শিক্ষকের কাছে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন সিঙ্গিনালা এলাকার অষ্টম শ্রেণির একজন মারমা স্কুলছাত্রী। সদর থানায় ভিকটিমের বাবা এজাহারে অভিযোগ করেন যে, তাঁর নিখোঁজ মেয়েকে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা খোঁজাখুঁজি করে সিঙ্গিনালার শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের পাশের একটি খোলা কাদা ও পানিযুক্ত জমিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এঘটনায় অজ্ঞাত ৩ যুবক ওই ছাত্রীকে অজ্ঞান করে সেখানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে বলে ভিকটিমের বাবার অভিযোগ।
তিনি নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে এজাহার দায়ের করেন।
অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচির ডাক জুম্মো ছাত্র জনতা। এতে সংহতি জানায় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম নামে তিন সংগঠন।
বেলা ১০টার দিকে মাটিরাঙার বাইল্যাছড়িতে আঞ্চলিক মহাসড়কের উপর গাছ কেটে ফেলে রেখে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধকারীরা। সেখানে একটি মোটর সাইকেলেও আগুন দেয়ার খবর পাওয়া যায়। পিকেটিংয়ের সময় কান্টা, গুলতি ও অস্ত্র নিয়ে অবস্থান করে পিকেটাররা।
অবরোধোর সময় শেষ হবার পরও বিক্ষোভকারীরা সড়ক থেকে সরেনি। বরং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিজিবি সদস্যদের বহনকারী একটি গাড়ি আটকে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও তাতেও সাড়া দেয়নি অবরোধ সমর্থকরা। উল্টো নানাভাবে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নাজেহাল করার চেষ্টা করেন।
ধর্ষকদের বিচার দাবিতে বান্দরবান শহরেও সড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। তাছাড়া ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফসহ একাধিক সংগঠন।