parbattanews

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়। প্রথম নামাজে অংশ নেন হাজারেরও বেশি মুসল্লি। নামাজের ঈমামতি করেন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল নবী হক্কানি।

নামাজ শেষে মোনাজাতে পাহাড়ের শান্তি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশসহ দেশবাসীর শান্তি কামনা এবং সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে ঈদের প্রথম জামাতে অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল ৯ টায়।

এছাড়া জেলা সদরে বায়তুল শরিফ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদসহ ৯ টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version