খাগড়াছড়িতে পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

fec-image

খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি’র মাল্টিপারপাস ট্রেনিং সেডে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়ন  ৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর দপ্তর ৩২ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লে. কর্নেল মুহাম্মদ সাদুকুর রহমান, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের কর্নেল (জিএস) আতিকুর রহমান, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন, এএসইউ অধিনায়ক লে. কর্নেল মুদাসসার মুনাওয়ার রাজগীর, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-৩ (অপারেশন) ইশফাক আহমেদ সাকিব এবং পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তা।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিজিবি সদস্যদের মনোজ্ঞ পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ।

প্রধান অতিথি কর্নেল মো. আব্দুল মোত্তাকিম তাঁর বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, “পাহাড়ের কঠিন ভৌগোলিক বাস্তবতায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি সবসময়ই দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখছে। সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড দমনসহ সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে তারা অসীম সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধারা অব্যাহত রাখতে শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে লে. কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, ‘৭৭ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে ৩ বিজিবি ব্যাটালিয়ন আজ দেশের এক অনন্য প্রতিষ্ঠান। দেশের যে কোনো সংকট মুহূর্তে এই ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত থাকে জনগণের পাশে দাঁড়াতে’।

অনুষ্ঠানে আগত অতিথিরা ৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের মনোবল, দক্ষতা ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ব্যাটালিয়নটি সীমান্তে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সীমান্ত রক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস দমন এবং মানবিক সহায়তা কার্যক্রমে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পানছড়ি ব্যাটালিয়নও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অনন্য অবদান রেখে চলেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পানছড়ি, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন