parbattanews

খাগড়াছড়িতে ভোট গ্রহণ চলছে, উপস্থিতি কম

খাগড়াছড়িতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। ৮ টা ৫ মিনিটে প্রথম ভোট পড়ে জেলা শহরের মুসলিম পাড়া ভোট কেন্দ্রে। ভোটার হিসেবে প্রথম ভোট দিয়েছেন পুরুষ। এ কেন্দ্রে প্রথম ১ ঘণ্টায় ৬৬ টি ভোট ব্যালট বাক্সে পড়ে।

এ কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১৫০৮ ভোট। কেন্দ্রটিতে এখন পর্যন্ত নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে।

অপরদিকে, জেলা সদেরর স্বনির্ভর এলাকার খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোয়া ৮ টার দিকে প্রথম ভোট পড়ে। ২০৮৯ ভোটার সংখ্যার এ কেন্দ্রে কোনো ধরনের ভোটার লাইন দেখা যায়নি।

সকাল পৌনে ১০টায় খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি অতিনগন্য। ২৯৫৮ ভোটের মধ্যে পড়েছে মাত্র ১৫০টি।

তৃণমূল বিএনপির প্রার্থী উশৈপ্রু মারমার অভিযোগ, কয়েকটি কেন্দ্রের আশপাশে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
অপর দিকে জাতীয় পাটির প্রার্থী মিথিলা রোয়াজার অভিযোগ বিভিন্ন কেন্দ্রে জাল ভোট পড়ছে। এভাবে চলতে থাকলে তিনি ভোট বর্জন করবেন

এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। মাঠে পুলিশ, বিজিবি, আনসার সদস্য ছাড়াও র‍্যাব, সেনাবাহিনী সদস্যরা টহলে রয়েছে।

Exit mobile version