parbattanews

খাগড়াছড়িতে হঠাৎ গরুর মাংস বিক্রি বন্ধ, বিপাকে ক্রেতারা

সরকার নির্ধারিত দরে না পোষানোর কারণে খাগড়াছড়ি বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

বাজার ঘুরে জানা যায়, সরকারিভাবে বেঁধে দেয়া দরে মাংস বিক্রি করা পোষাবে না, এমন অজুহাতে ব্যবসায়ীরা কোন গরু জবাই করেনি। তাই মাংস বেচা বিক্রিও বন্ধ। অনেকে মাংস কিনতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর খালি বিষয়টি জানতে পেরে খালি হাতে ফেরত যান।

খাগড়াছড়ি মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী বলেন, সরকারের বেঁধে দেওয়া কেজি ৬শ ৬৪ টাকায় কোন অবস্থায় গরুর মাংস বিক্রি সম্ভব না। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় বিক্রি বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, বাজারে গরুর দাম এমনিতে বেড়ে গেছে। তার মধ্যে গরু কিনে আনতে গেলে পথে পথে কয়েকটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনকে চাঁদা দিতে হয়।

খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. ফরিদুল আলম জানান, বিষয়টি ইতিমধ্যে আলোচনা চলছে। আগামীকাল থেকে খাগড়াছড়িতে গরুর মাংস হাড়সহ ৭শ’ ও হাড় ছাড়া ৮শ টাকা দরে বিক্রি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে, ব্রয়লার মুরগী বেচা বন্ধ করলেও পরে ১৯০ টাকা দরে বিক্রি করা স্থানীয় মুরগী ব্যবসায়ীরা বাজারে বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

Exit mobile version