parbattanews

খাগড়ছড়ির লক্ষ্ণীছড়ি উপজেলার কুতুকছড়ি বাজার আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট শুরু

দুলাল হোসেন,খাগড়াছড়ি॥
 সন্ত্রাসীদের গুলিতে তিন পাহাড়ি নারী ও শিশু আহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষি¥ছড়ি উপজেলার কুতুকছড়ি বাজার আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট শুরু করেছে স্থানীয়রা।

লক্ষিছড়ি থানা পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২শে অক্টোবর বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত লক্ষি¥ছড়ির দুর্গম বর্মাছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলি হয়। এসময় গোলাগুলিতের্ আমা মারমা, সুচুপ্রু মারমা ও তার শিশু সন্তান নেই¤্রা মারমা আহত হয়। আহতরা বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনিক ব্যার্থতার অভিযোগে আজ থেকে অনির্দিষ্টকালের বাজার বয়কটের শুরু করে স্থানীয়রা।

এদিকে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস ঘটনার জন্য পরষ্পর পরষ্পরকে দায়ী করছে।

Exit mobile version