parbattanews

খাগড়াছড়িতে অপহরণ মামলায় ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড

খাগড়াছড়িতে অপহরণ মামলায় ২ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

আদালত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আদর্শ গ্রামে রমিজ কেরানী পাড়ার মৃত নূর আহাম্মদের ছেলে শাহ আলম (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ অর্থদণ্ড এবং একই এলাকার রঙ্গু মিয়ার ছেলে নুরুল ইসলাম পিসিকে (৫০) এক বছরের কারাদণ্ড ও এক হাজার অর্থদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, ভিকটিমকে মাটিরাঙ্গা বাজার থেকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করে পরবর্তীতে মারধর করা হয়েছে অভিযোগ করে মাটিরাঙ্গা থানায় ২০১৩ সালে মামলা দায়ের করা হয়। মামলায় ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো। উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষ।

Exit mobile version