parbattanews

খাগড়াছড়িতে অর্ধ দিবস হরতাল পালিত

05 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

পাহাড় ও সমতলে নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধ এবং গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র ডাক দেওয়া অর্ধ দিবস হরতাল খাগড়াছড়িতে পালিত হয়েছে। সোমবার সকাল থেকেই জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কর্মীরা অবস্থান নেই। পিকেটিংকালে পুলিশী বাঁধার সম্মুখীন হয়।

শান্তিনগর মোড়, বাস টার্মিনাল, স্বনির্ভরসহ বেশ কয়েক জায়গায় পিকেটিংয়ে পুলিশ বাঁধা দেয়। সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি কোর্ট বিল্ডিং থেকে মিছিল বের হয়ে শাপলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় স্বাগতম চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নাজির হোসেন, জেলা অর্থ সম্পাদক অরিন্দম কৃষ্ণ দে।

বক্তারা বলেন, দেশে যেভাবে একের পর এক গুম, খুন, ধর্ষণ দিনের পর দিন বেড়ে চলেছে। এসকল অপরাধের বিচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং সব গুম, খুন ও ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Exit mobile version