parbattanews

খাগড়াছড়িতে আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Captureaaaaaaaaa

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়িতে বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও স্থানীয় বেসরকারী সংস্থা কাবিদাং এর উদ্যোগে স্থানীয় এনজি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা শিকারকৃতদের আইনি সহায়তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে।

পার্বত্য চট্টগ্রামে জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীদের আইনী সহায়তা প্রদান বিষয়ে খাগড়াছড়ি সদরের একটি কনভেনশন সেন্টারে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংস্থা কাবিদাং। রবিবার ও সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলে।

প্রশিক্ষণ কর্মশালায় জন প্রতিনিধি, হেডম্যান, কারবারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহন করেন। প্রশিক্ষণে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধও সুরক্ষা) আইন  নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত আইনের অধীন মামলার ক্ষেত্রে বাদি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কার কি ভূমিকা তা আলোচনায় উঠে আসে।

প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী ফয়সাল আহম্মেদ, এড অনুপম চাকমা, এড. সালমা সুলতানা ও প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা ডরোথী চাকমা।

Exit mobile version