parbattanews

খাগড়াছড়িতে “আইসিটি ফোর ই” জেলা প্রাথমিক অ্যাম্বাসেডর শিক্ষকদের সংবর্ধনা

খাগড়াছড়িতে “আইসিটি ফোর ই” জেলা প্রাথমিক অ্যাম্বাসেডর শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরে পার্বত্য জেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার দূরদর্শি চিন্তার সুফল ভোগ করছে দেশের মানুষ। অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে চলমান করোনা পরিস্থিতিতেও শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রেখেছে। ২০২১ সালের মধ্যে ৯লাখ শিক্ষককে বাতায়নের আওতায় আনতে সবধরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সরকারের ঘোষণা বাস্তবায়নে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান তারা।

এর আগে অ্যাম্বাসেডররা খাগড়াছড়িতে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত প্রযুক্তির সমস্যার কথা জানালে তা সমাধানে দ্রুত সরঞ্জামাদি প্রদান করা হবে বলে জানান প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী।

পরে “আইসিটি ফোর ই” জেলা প্রাথমিক অ্যাম্বাসেডর ২৩ জন শিক্ষকের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Exit mobile version